নিষিদ্ধ বচন - ১১
আগের পর্ব - নিষিদ্ধ বচন - ১ ০ কামাল ব্যাস্তভাবে পায়চারী করছে। সকাল ছেলেটা আসার কথা। এখনো আসছেনা সে। ফোনও ধরছে না। সকাল সরকারী দলের ছাত্র রাজনীতিতে যোগদান করেছে। রাতুলের বয়েসি ছেলে। হয়তো একটু বড় হবে। রাতুলের মতই ব্যাক্তিত্ব মনে হয় ওর। এটা কামালের ধারনা। বাবলি ফোনে কথা বলেই যাচ্ছে। বাবার বাড়ির এই কোনাটা তার খুব প্রিয় ছিলো ছোটবেলায়। এখানে তেমন কেউ আসতোনা। খুব চিপা না জায়গাটা। আবার বেশি চওড়াও না। পাশে নতুন দালান উঠছে। চটের ঘেড়া দেয়া উপরটায়। নিচ দিকে দশফিট দেয়াল। জায়গাটা বাবার বাড়ীর পিছনেই। বাবা যখন বাড়ি বানান তখন দেয়ালটা ছিলো না। দখল নিষ্পত্তির সময় দেয়ালটা উঠেছে। যে বিল্ডিং উঠছে সেপাশের ওরা দিয়েছিলো দেয়ালটা। আসলে খালি জায়গাটা ওর জামাল ভাই এর অবদান। এটা নতুন গড়তে থাকা বিল্ডিংঅলাদের দখলে ছিলো। বাবা কেস করতে চাইলো। জামাল ভাই এক রাতের মধ্যে তাদের দেয়াল দিতে বাধ্য করে নানারর জায়গা বরাদ্দ রেখে। মূলত এ দেয়াল দেয়ার পর থেকেই জামাল ভাই এর নাম ডাক শুরু হয়। সেকালে কামাল নিজেও রংবাজিতে জড়াতে চেয়েছিলো। তার দ্বারা রংবাজি হয় নি। জামালের ভাই হিসাবে লোকজন তাকে মান্যি করে। তবে ...