Posts

Showing posts from May, 2024

উপভোগ - শেষ পর্ব

আগের পর্ব - উপভোগ - ০৭ ছেলেকে স্কুলে ছেড়ে এসে শ্রীপর্ণা শাড়ী ছেড়ে বাড়ির ম্যাক্সি পড়ে নিয়েছিল. কিছুক্ষন বিশ্রাম নিয়ে সে নীচে গিয়ে দ্বিতীয়বারের জন্য চা করলো আর শশুর শাশুড়ির চা তাদের ঘরে দিয়ে কিছুক্ষন তাদের সাথেই বসে গল্প করলো. তারপরে উঠে এলো দোতলায়. আজ অনেক কাপড় জমেছে কাচার জন্য. নিজের ছেলে আর স্বামীর জামা কাপড় সে নিজেই কাচে. শশুর শাশুড়ির কাপড় শাড়ী আগে বাড়ির কাজের বৌ কেচে দিতো কিন্তু বছর খানেক সে চলে গেছে. এখন সব কাজ অর্কর মাই করে. যদিও শশুর এত কাজ করতে বারণ করেছিল. নিজের ছেলের জন্য খুঁজে খুঁজে এত সুন্দরী আর যোগ্য বৌ খুঁজে এনেছিলেন তিনি তাকে দিয়ে এত কাজ করানোর বিপক্ষেই ছিলেন. আসলে সে বৌমাকে নিজের মেয়ের মতোই মনে করেন কিন্তু শ্রীপর্ণাই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে. সব জামা কাপড় কেচে দুই বালতি কাপড় নিয়ে ছাদে গেলো অর্কর মা. বেশ রোদ আছে. ভালোই হলো. ছাদের ওপরে উঠে দেখলো এত পরেও বেশ কয়েকটা কাক রয়েছে ছাদে. সেগুলোকে তাড়িয়ে সে ছাদে টাঙানো দড়ির ওপর কাপড় মেলতে লাগলো. মেলতে মেলতে সে বালতি থেকে যখন ছেলের একটা জামা তুলতে যাবে এমন সময় তার চোখ গেলো নীচে রাস্তার দিকে. এরকম সময় ফাঁকাই থাকে রাস্তাটা. ...