উপভোগ - ০৭
আগের পর্ব - উপভোগ - ০৬ শান্তনুর থেকে ঠিকানা নিয়ে সেই দোকানে পৌঁছলেন দীপঙ্কর বাবু. বেশ বড়ো দোকান. দেখেই বোঝা যাচ্ছে দোকানের খ্যাতি আর আয়ু দুই বেশ পুরোনো. বেশ ভিড়. বাবা..... এখনও আজকের দিনেও লোকে এত পুরোনো জিনিস কিনে ঘর সাজায়? চার পাঁচ জনকে কে পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ছোড়া হাসিমুখে এগিয়ে এলো ওনার কাছে. - আসুন স্যার.... বলুন কি দেখাবো? দীপঙ্কর বাবু গম্ভীর মুখে চোখ থেকে চশমাটা খুলে বললেন: আমি অবনী চ্যাটার্জীর সাথে দেখা করতে চাই. একটা দরকারি ব্যাপারে. কোথায় উনি? কথা বলার ধরণ আর ভঙ্গি দেখেই ওই ছোকরা বোধহয় বুঝে গেলো এই লোক সাধারণ ক্রেতা নন... পুলিশ টুলিসের কেউ. তাই সে আসুন স্যার এদিকে বলে ওনাকে নিয়ে দোতলায় উঠে গেলো. চারিদিকে নানারকম আন্টিক মূর্তি, দেয়ালে সেই পুরোনো আমলের ঘড়ি, কয়েকটা টেবিলে সাজিয়ে রাখা পুরোনো কালের গ্রামাফোন. এসব দেখতে দেখতে ওপরে উঠে এলেন অর্কর মামা ওই ছেলেটার সাথে. ছেলেটা ওনাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো একটা ঘরের দিকে. দরজা খুলে ভেতরে ঢুকলো দুজনে. দীপঙ্কর বাবু দেখলেন ভেতরে একটা টেবিলে এক বয়স্ক লোক... বয়স ৬০-৬৫ র বসে একজন কম বয়সী লোকের সাথে বসে কথা বলছেন. টেবিলে অনেক ফাইল, কা...