Posts

Showing posts from April, 2024

উপভোগ - ০৭

আগের পর্ব - উপভোগ - ০৬ শান্তনুর থেকে ঠিকানা নিয়ে সেই দোকানে পৌঁছলেন দীপঙ্কর বাবু.  বেশ বড়ো দোকান. দেখেই বোঝা যাচ্ছে দোকানের খ্যাতি আর আয়ু দুই বেশ পুরোনো. বেশ ভিড়. বাবা..... এখনও আজকের দিনেও লোকে এত পুরোনো জিনিস কিনে ঘর সাজায়? চার পাঁচ জনকে কে পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ছোড়া হাসিমুখে এগিয়ে এলো ওনার কাছে. - আসুন স্যার.... বলুন কি দেখাবো? দীপঙ্কর বাবু গম্ভীর মুখে চোখ থেকে চশমাটা খুলে বললেন: আমি অবনী চ্যাটার্জীর সাথে দেখা করতে চাই. একটা দরকারি ব্যাপারে. কোথায় উনি? কথা বলার ধরণ আর ভঙ্গি দেখেই ওই ছোকরা বোধহয় বুঝে গেলো এই লোক সাধারণ ক্রেতা নন... পুলিশ টুলিসের কেউ. তাই সে আসুন স্যার এদিকে বলে ওনাকে নিয়ে দোতলায় উঠে গেলো. চারিদিকে নানারকম আন্টিক মূর্তি, দেয়ালে সেই পুরোনো আমলের ঘড়ি, কয়েকটা টেবিলে সাজিয়ে রাখা পুরোনো কালের গ্রামাফোন. এসব দেখতে দেখতে ওপরে উঠে এলেন অর্কর মামা ওই ছেলেটার সাথে. ছেলেটা ওনাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো একটা ঘরের দিকে. দরজা খুলে ভেতরে ঢুকলো দুজনে. দীপঙ্কর বাবু দেখলেন ভেতরে একটা টেবিলে এক বয়স্ক লোক... বয়স ৬০-৬৫ র বসে একজন কম বয়সী লোকের সাথে বসে কথা বলছেন. টেবিলে অনেক ফাইল, কা...

নাগপাশ - শেষ পর্ব

আগের পর্ব - নাগপাশ - ০৮ কিছুটা ইতস্তত করে কল'টা রিসিভ করলো নন্দিনী। ফোনের ওপাশ থেকে ভোলার কন্ঠস্বর ভেসে এলো "হ্যালো মালকিন .. শুয়ে পড়েছো নাকি?" ঘড়িতে তখন প্রায় রাত এগারো'টা .. ভোলার কণ্ঠস্বর চিনতে পেরে ঘুম ছুটে গেলো নন্দিনীর "হুমম .. এটাতো শুয়ে পড়ারই সময় .. আপনি এতো রাতে ফোন করেছেন কেনো?" "আরে, তুমি তো এখন আর শুধু আমাদের ফিল্মের অভিনেত্রী নও, তুমি হলে এখন আমাদের বিজনেস পার্টনার .. তাই কিছু কাজের কথা বলতে ফোন করেছি তোমাকে .. তার আগে বলো তুমি কি একা শুয়ে আছো না তোমার পাশে কেউ আছে?" "আমার ছেলে আছে পাশে .. বেশি কথা বলতে পারবো না .. তাহলে ওর ঘুম ভেঙে যাবে .. কি বলবেন তাড়াতাড়ি বলুন .." "আরে বলবো বলেই তো ফোন করেছি .. তুমি এখন কি পড়ে আছো সোনা?" "what rubbish .. এটা কি ধরনের প্রশ্ন!!" "ঠিক আছে রাগ করো না .. এখন কিছু জরুরী কথা বলবো তোমার সঙ্গে .. তোমার ছেলের ঘুম ভেঙে যেতে পারে .. তুমি পাশে কোথাও একটা গিয়ে কথা বলো .. বেশি সময় নেবো না তোমার .." এমত অবস্থায় কি করবে কিছুই ভেবে পেলো না নন্দিনী। এই লোকটা যদি এখ...

উপভোগ - ০৬

আগের পর্ব -  উপভোগ - ০৫ ওরা বলেছিলো রাতের খাওয়া খেয়েই ফিরে যাবে কিন্তু অর্কর মা কিছুতেই যেতে দেবেনা আজ. অন্তত আজকের রাত কাটিয়ে যেতেই হবে. যদিও অর্ক সেই মুহূর্তে দেখেছিলো মায়ের কথায় বাবা সেইভাবে আনন্দ প্রকাশ করলোনা, বরং ব্যাপারটা যেন পছন্দ হয়নি বাবার. তবু পরের মুহূর্তে হেসে বলেছিলো - দাদা কোনো কথা শুনবনা.... আজ থাকতেই হবে. হয়তো সেটা ভদ্রতার খাতিরেই বলেছিলো বাবা. রাতে খাওয়া দাবার পরে ঠিক হলো দুই মহিলা তাদের বাচ্চাদের নিয়ে বড়ো বিছানায় শোবে আর অতনু বাবু আর দীপঙ্কর বাবু ওই ছোট ঘরে শোবে. সেই মতো কিছুক্ষন গল্প করে ওরা যে যার ঘরে শুতে চলে গেলো. দুই পুরুষ ঘরে গিয়ে একটা একটা সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো. দুইজন প্রায় সম বয়সী তাই তুমি করেই কথা বলেন. দীপঙ্কর: তুমি আগের থেকে একটু রোগা হয়ে গেছো..... আজকেও দেখলাম যে কিনা থালা ভর্তি করে মাংস ভাত খেতে সেই তুমি এত কম খেলে যে..... শরীর ঠিক আছে তো? অতনু বাবু হেসে: হ্যা.. হ্যা.... ওই নিজের জন্যই... ওই ভুঁড়িটা বেড়ে যাচ্ছিলো খুব.. তাই..... দীপঙ্কর বাবু ভালো করে তাকিয়ে রইলেন বোনের স্বামীর দিকে. সেই হাসিখুশি চকচকে ভাবটা যেন আর নেই অতনু ব...