Posts

Showing posts from December, 2023

শ্রীতমা - ০২

আগের পর্ব -  শ্রীতমা - ০১ ওরা দু'জন বেরিয়ে যাওয়ার মিনিট সাতেকের মধ্যেই দরজায় নক করলো অরুণবাবু। শ্রীতমা গিয়ে দরজা খুলে দিলো। ততক্ষণে আমাদের বুকান বাবু আবার ঘুমিয়ে পড়েছে। "কলিং বেলটা লাগাতে হবে বুঝলে, আমি আসার সময় অফিসের ইলেকট্রিশিয়ান কে বলে দিয়ে এসেছি। আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে তারপরে এসে লাগিয়ে দিয়ে যাবে। এছাড়াও ঘরের অন্যান্য জায়গায় যদি ইলেকট্রিকের কিছু ফল্ট থেকে থাকে তাহলে সেগুলোও ঠিক করে নেবো তখন। অরুণবাবু লক্ষ্য করলো শ্রীতমা তার কথায় কোনো উত্তর করছে না। যে মেয়েটা এত বড় বাংলো-কোয়ার্টার এবং তার ফার্নিচার দেখে কিছুক্ষণ আগেই এতটা উৎসাহী ছিল সে হঠাৎ এরকম নির্লিপ্ত হয়ে গেলো কেনো। "কিগো চুপ মেরে গেলে কেনো, শরীর ঠিক আছে তো? ও ভালোকথা আসার সময় একজন মেড-সারভেন্টের সঙ্গে কথা বলে এলাম .. কিন্তু টাকা বড় বেশি চাইছে গো .. প্রায় দেড় হাজার টাকা চাইছে। বলছে এখানে এটাই নাকি রেট। আমি অবশ্য হ্যাঁ না কিছু বলিনি তোমাকে জিজ্ঞেস না করে। এ কি টেবিলের উপর এটা কিসের কার্ড?" ওদের রেখে যাওয়া কার্ডটা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো অরুণবাবু। "তার আগে তুমি একটা কথা বলো ত...

শ্রীতমা - ০১

গত পরশু নতুন অফিসের অ্যাপোয়েন্টমেন্ট লেটার আসার পর থেকেই এই চাকরিটা গ্রহণ করবে কিনা এটা ভেবে কিছুটা দোনামোনায় ভুগছিলো অরুণ। তপনবাবু (অরুণের পিতৃদেব) ওকে আশ্বস্ত করে বলেছিলেন "জীবনে এরকম সুযোগ বারবার আসেনা, you have to take the chance" .. এর সঙ্গে অরুণের মা সরলা দেবী এবং তার পুরনো অফিসের সহকর্মীরাও তাকে এই সুযোগটা নিতে বলায় আর দ্বিমত করেননি অরুণ। অরুণ রায় ... বছর চল্লিশের একজন সাধারণ  মাঝবয়সী পুরুষ। 'সাধারণ' কথাটা এজন্যই ব্যবহার করলাম কারণ, অরুণবাবুর চেহারার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নেই যা দিয়ে ওকে অন্যের থেকে আলাদা করা যায়। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কিছুটা শীর্ণকায় একজন মানুষ। বংশ-পরম্পরায় মাথায় টাক পড়ে যাওয়ার প্রবণতা থাকার জন্যই হয়তো এই বয়সে মাথার পেছনদিকে মাত্র কয়েকগাছা চুল বিদ্যমান। মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। অরুণের বাবা তপনবাবু প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন। বছর দশেক আগে অবসর গ্রহণ করেছেন। চেহারার মতন পড়াশোনাতে কিন্তু সাধারণ ছিলনা অরুণ। উচ্চমাধ্যমিক পাশ করার পর প্রবেশিকা পরীক্ষায় বসে 'জুট টেকনোলজিতে' তে চান্স পায় অরুণ। তারপর কলকাতা ...

পার্ভার্ট - ১১

আগের পর্ব - পার্ভার্ট - ১০ আমার মা দীপালি। যাকে আমি সেই জন্ম থেকে দেখে আসছি। যার দুধ খেয়ে আমি হাঁটতে শিখেছি, যে নিজের হাতে আমার চুল আঁচড়িয়ে দিতো, যে নিজের হাতে আমার জামা পাল্টে দিতো এমন কি দাদুর বাড়িতে আসার আগে পর্যন্ত যে আমায় কোলে করে ঘুরে ঘুরে আমায় গল্প বলতো সেই আমার মায়ের মুখ থেকে সেদিন রাতে এমন কিছু কথা শুনেছিলাম যা তখন হয়তো সেইভাবে বুঝিনি কিন্তু আজ বুঝি কি ভয়ঙ্কর ছিল সেই কথা গুলো। আমার মা, আমার নিজের মা সেদিন আমার বাবাকে নিয়ে মানে নিজের স্বামীকে নিয়ে যা সব বলেছিলো তা লজ্জাজনক ছিল। কিন্তু তার থেকেও ভয়ানক ছিল মায়ের সঙ্গে স্নান রত অবস্থায় লোকটার মুখ থেকে বেরিয়ে আসা কথা গুলো। আমার দাদু, মানে আমার বাবার বাবা।  শুনেছি এই পৃথিবীতে আর অন্য কেউ আপন না হোক নিজের বাবা মা সবথেকে বেশি আপন হয়। কারণ তারা কখনো তোমার ক্ষতি চাইবেনা। কিন্তু আমার ক্ষেত্রে আর আমার বাবার ক্ষেত্রে সেই কথাটা খাটনি। কারণ সেদিন রাতে আমি নিজের কানে দাদুর আর মায়ের যে কথাবার্তা শুনেছিলাম তা আমার সেদিন বোধগম্য না হলেও আজ তার মর্ম বুঝি। তাহলে খুলেই বলি আপনাদের সেদিনের ঘটনাটা। রাতের সেই পৈশাচিক মিলনের পর আমার দাদু মাকে নিয়ে ...