শ্রীতমা - ০২
আগের পর্ব - শ্রীতমা - ০১ ওরা দু'জন বেরিয়ে যাওয়ার মিনিট সাতেকের মধ্যেই দরজায় নক করলো অরুণবাবু। শ্রীতমা গিয়ে দরজা খুলে দিলো। ততক্ষণে আমাদের বুকান বাবু আবার ঘুমিয়ে পড়েছে। "কলিং বেলটা লাগাতে হবে বুঝলে, আমি আসার সময় অফিসের ইলেকট্রিশিয়ান কে বলে দিয়ে এসেছি। আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে তারপরে এসে লাগিয়ে দিয়ে যাবে। এছাড়াও ঘরের অন্যান্য জায়গায় যদি ইলেকট্রিকের কিছু ফল্ট থেকে থাকে তাহলে সেগুলোও ঠিক করে নেবো তখন। অরুণবাবু লক্ষ্য করলো শ্রীতমা তার কথায় কোনো উত্তর করছে না। যে মেয়েটা এত বড় বাংলো-কোয়ার্টার এবং তার ফার্নিচার দেখে কিছুক্ষণ আগেই এতটা উৎসাহী ছিল সে হঠাৎ এরকম নির্লিপ্ত হয়ে গেলো কেনো। "কিগো চুপ মেরে গেলে কেনো, শরীর ঠিক আছে তো? ও ভালোকথা আসার সময় একজন মেড-সারভেন্টের সঙ্গে কথা বলে এলাম .. কিন্তু টাকা বড় বেশি চাইছে গো .. প্রায় দেড় হাজার টাকা চাইছে। বলছে এখানে এটাই নাকি রেট। আমি অবশ্য হ্যাঁ না কিছু বলিনি তোমাকে জিজ্ঞেস না করে। এ কি টেবিলের উপর এটা কিসের কার্ড?" ওদের রেখে যাওয়া কার্ডটা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো অরুণবাবু। "তার আগে তুমি একটা কথা বলো ত...