পার্ভার্ট - ০৯
আগের পর্ব - পার্ভার্ট - ০৮ সেদিন দারুন রান্না করলো মা। নিজের হাতেই। মাছটা পরের দিনের জন্য রেখে দেওয়া হলো। মা নিজের হাতে পরিবেশন করলো সব। আমরা খেতে বসলাম। আমি, আমার পাশে মা আর আমাদের সামনাসামনি দাদু। মা প্রথমে দাদুকে দিলো। আমি দেখলাম মা অনেকটা মাংস দাদুকে দিলো। এমনকি মুরগির দুটো পা-ই দাদুকে দিয়ে দিলো মা। মা প্রত্যেকবার আমার জন্য একটা পা বাঁচিয়ে রাখে কিন্তু এইবারে সেটার পরিবর্তন দেখে আমি অবাক হলাম। তার চেয়েও অবাক আরেকটা ব্যাপার দেখে ও শুনে। দাদু : একি বৌমা? তুমি দুটো পাই আমাকে দিয়ে দিলে যে? মা : খান না বাবা। দাদু : না না বৌমা। একটা তুমি খাও। মা : আরে না না।।।। দুটোই আপনার জন্যই বানিয়েছি। আপনিই খান বাবা। দাদু : না বৌমা।।।।। আমি চাই একটা তুমি খাও। এই বলে দাদু নিজের পাতের একটা মাংসের পা মায়ের প্লেটে দিয়েছি দিলো আর মাকে খেতে বললো। আর আমাকে অবাক করে দিয়ে মা নিজেই ওই পাটা হাতে নিয়ে হেসে খেতে লাগলো। আমি যে পাশে বসে আছি আর আমার যে পা কত পছন্দ সেটা যেন মা ভুলেই গেছে। এবারে মা একবার আমার দিকে তাকিয়ে বসে আছি দেখে একটু রাগী স্বরে খেতে বললো। কি আর করা? খেতে লাগলাম। ...